অদ্য ০২/০৫/২০২৩ তারিখে ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ/ 4th SFTC fo DIFE Official এর ২ মাসব্যাপী প্রশিক্ষণ এর Certificate Awarding & Closing Ceremony অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সচিব, জনাব মোঃ এহছানে এলাহী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মহোদয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় মহাপরিদর্শক জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সকল প্রশিক্ষণার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ১ম, ২য় ও ৩য় স্হান অর্জন করেছেন যথাক্রমে - জনাব পরাগ দাস, শ্রম পরিদর্শক ( স্বাস্থ্য) ; জনাব তাসলিমা রহমান , সহকারী মহাপরিদর্শক ( স্বাস্থ্য) এবং জনাব দীপঙ্কর দাস, সহকারী মহাপরিদর্শক( স্বাস্থ্য)।