রাজশাহী মহানগরীর তেরোখাদিয়ায় নবনির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI) এর কার্যকারিতা ও কার্যপরিধি বিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন শ্রম সচিব মোঃ এহছানে এলাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাইফ মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, নিপসম, আইইবি, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীজন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নবনির্মিত ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার পূর্বে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের নিমিত্ত উক্ত গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়।