Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

শ্রম পরিদর্শন সংক্রান্ত মোবাইল এ্যাপ


প্রকাশন তারিখ : 2016-11-01

পরিদর্শন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গতিশীলতা আনয়নে ILO এর সহায়তায় একটি চেকলিষ্ট প্রস্তুত করা হয়েছে যেটি একটি Labour Inspection Mobile App (LIMA) এর মাধ্যমে ডেনমার্ক সরকার প্রদত্ত ট্যাবে ইনস্টল করা হয়েছে । এই App এর প্রধান বৈশিষ্ট্য হলো :

-পরিদর্শকগণ খুব সহজেই এই App ব্যবহার করে পরিদর্শন কাজ সম্পন্ন করতে পারবেন।
-পরিদর্শনকালে খুব সহজেই আইন ও বিধির লঙ্ঘন চিহ্নিত করতে পারবেন 
-কারখানা মালিকদের সরাসরি নোটিশ প্রদান করা সম্ভব হবে। 
-সদরদপ্তর হতে খুব সহজেই মূল্যায়ন এবং মনিটর করা যাবে।

ইতিমধ্যে ৩০জন পরিদর্শককে গতকাল এই App এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। শীঘ্রই পরিদর্শকগণ এই App এর মাধ্যমে একমাস ব্যাপী ফিল্ড টেস্ট করবেন।

এই App পরিদর্শন কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া ও আরো অনেক কার্যকরী উদ্যেগ গ্রহন করা হয়েছে যার মধ্যে রয়েছে অনলাইনের মাধ্যমে লাইসেন্স প্রদান এবং এ লাইসেন্স প্রদান সেবা সহজিকরণ পদ্ধতির (SPS) মাধ্যমে কারখানা মালিদের কাছে আরো কম সময়ে পৌছে দেবার পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।