চট্টগ্রামের সীতাকুন্ডের বি এম কন্টেইনার ডিপো লিমিটেড-এ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন এবং আগুনে আহতদের খোঁজ খবর নিতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) মহাপরিদর্শক জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
সোমবার (১৩ জুন) এ পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে আহত ১৫ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে মোট ৭ (সাত) লক্ষ ৫০ হাজার টাকা এবং একজন নিহত শ্রমিক পরিবারকে ২ লক্ষ টাকা অর্থসহায়তা প্রদান করেন তিনি।
নিহত বাকী শ্রমিক পরিবারকে ২ (দুই) লক্ষ টাকা করে অর্থসহায়তা প্রদানের কার্যক্রম শিগগির শুরু করবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
উল্লেখ্য, ইতোপূর্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ১০৫ জন আহত শ্রমিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম উপমহাপরিদর্শকের কার্যালয়ের উপমহাপরিদর্শক সাকিব আল মুবাররাত, ডাইফ প্রধান কার্যালয়ের সহকারী মহাপরিদর্শক (সেইফটি) আবুল মুমিন ডাইফ মহাপরিদর্শক কর্তৃক দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করছেন।