Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৮

ই-ফাইলিং-এ দশম বারের মতো শীর্ষে DIFE


প্রকাশন তারিখ : 2018-09-04

সেপ্টেম্বর (০১-১৫) ২০১৮-এর ই-নথি ব্যবস্থাপনার ভিত্তিতে “অধিদপ্তর (ছোট ক্যাটাগরি)”-তে প্রথম স্থান অর্জন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ই-নথি ব্যবস্থাপনায় এ নিয়ে ১০ম বারের মতো শীর্ষস্থান অর্জন করলো ডাইফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাক্ষিক ও মাসিক ভিত্তিতে উক্ত র‌্যাংকিং ঘোষণা করা হয়।

তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সহজে এবং স্বল্প সময়ে সেবা প্রদানের লক্ষ্যে ই-ফাইলিং প্রবর্তনে জোর দিয়েছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ই-ফাইলিং। ২০১৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দাপ্তরিক কাজে ই-ফাইলিং ব্যবহার শুরু হয় এবং অক্টোবর-২০১৭ থেকে শতভাগ কার্যক্রম ই-ফাইলিং এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ডাইফের ২৩টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে চারটি কার্যালয়ে ইতোমধ্যে ই-ফাইলিং চালু করা হয়েছে।