Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০১৯

ডাইফ-এর মহাপরিদর্শক হলেন শিবনাথ রায়


প্রকাশন তারিখ : 2019-03-12

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)-এর নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়। নতুন দপ্তরে তিনি ১১ মার্চ সোমবার যোগদান করেন।

গত ০৬ মার্চ, ২০১৯ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যোগদানের আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব মোঃ সামছুজ্জামান ভূইয়া-এর স্থলাভিষিক্ত হলেন।