Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২০

এসডিজি বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেছে ডাইফ


প্রকাশন তারিখ : 2020-01-11

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। আজ শনিবার রাজধানীর শ্রম ভবনে অবস্থিত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয় এবং উপমহাপরিদর্শকের কার্যালয়সমূহের পদস্থ কর্মকর্তা, যুগ্ম মহাপরিদর্শকগণ, উপমহাপরিদর্শকগণ, সহকারী মহাপরিদর্শকগণ এবং শ্রম পরিদর্শকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক কাজে নিযুক্ত অতিরিক্ত সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসাইন প্রশিক্ষণে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এসডিজি’র ১৭ টি লক্ষ্য অর্জনে বাংলাদেশের কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বক্তব্য উপস্থাপন করেন। এসডিজি বাস্তবায়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করণীয় বিষয়ে প্রশিক্ষণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইফ-এর মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব শিবনাথ রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন ডাইফ-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ জয়নাল আবেদীন।