Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৯

পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-04-28

পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে সচেতনমূলক র‌্যালি আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। 
র‌্যালিটি রোববার সকাল ৭ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পূর্বপ্রান্তে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
উল্লেখ্য, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে চতুর্থবারের মতো আজ ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯’ পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’। 
র‌্যালিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ মালিক ও শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দেশি-বিদেশি দাতাসংস্থার প্রতিনিধিগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।