Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০১৮

৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় মৌলভীবাজার কার্যালয়ের ষষ্ঠ স্থান অর্জন


প্রকাশন তারিখ : 2018-10-15

৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সফলভাবে সম্পন্ন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ০৪-০৬ অক্টোবর, ২০১৮ অনুষ্ঠিত মেলায় অধিদপ্তরের ২৩টি উপমহাপরিদর্শকের কার্যালয় সফলভাবে অংশগ্রহণ করে বিভিন্ন সনদপত্র লাভ করেছে।

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থার মতো উপমহাপরিদর্শকের কার্যালয়, মৌলভীবাজারের স্টল স্থাপন করা হয়। সমাপনী দিনে জাতীয় সংসদের মাননীয় হুইপ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব আফরোজা খান এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং অন্যান্য অতিথি ডাইফের স্টল পরিদর্শন করেন এবং স্টলটির প্রশংসা করেন। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। মৌলভীবাজার কার্যালয় স্থানীয় প্রকাশনা ক্যাটাগরীতে ষষ্ঠ স্থান অধিকার করে সনদপত্র ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।