অধিদপ্তরের কার্যক্রমকে যুগোপযোগী করা এবং পরিদর্শন কার্যক্রমে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নের জন্য ডিজিটাল পরিদর্শন ব্যাবস্থা প্রবর্তন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এজন্য গত ৬ মার্চ ২০১৮ “লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন” (লিমা) নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে সহজে মাসিক ও বার্ষিক পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করা যাবে। এই অ্যাপ ব্যবহারকারী শ্রম পরিদর্শকগণ মহাপরিদর্শকের সার্বক্ষণিক ট্র্যাকিং-এর আওতাভুক্ত থাকবেন। লিমা অ্যাপ তৈরিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়ন”-কর্মসূচী সহযোগিতা করেছে এবং অর্থায়ন করেছে কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য।