Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২২

ডাইফ পরিদর্শকদের ১০ম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-11-17

 

পরিদর্শকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ (১০ম ব্যাচ) আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) দুই মাস মেয়াদি এ বিশেষ ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়। 

১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইফের অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মিনা মাসুদ উজ্জামান। 

মোঃ জাকির হোসেন, মেম্বার ডিরেক্টিং স্টাফ, বিপিএটিসি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৯ জন পরিদর্শকের মধ্যে যথাক্রমে নুসরাত জাহান (সহকারী মহাপরিদর্শক), এস এম শাহাজাদ কবির (সহকারী মহাপরিদর্শক), কুসুম আকতার সোমা (সহকারী মহাপরিদর্শক) ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাইফ, বিপিএটিসি এবং আইএলওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।