Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০১৯

শ্রমিক কল্যাণ তহবিলে ৪০ লক্ষ টাকা দিল আশুগঞ্জ পাওয়ার স্টেশন


প্রকাশন তারিখ : 2019-09-11

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪০ লক্ষ ১৬ হাজার টাকা প্রদান করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। আজ বুধবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব শিবনাথ রায় (অতিরিক্ত সচিব)-এর হাতে কোম্পানির কর্মকর্তারা চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ জয়নাল আবেদীন (যুগ্ম সচিব), যুগ্ম মহাপরিদর্শকগণ, উপমহাপরিদর্শকসহ অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড-এর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।