“রিমেডিয়েশন কো-অরডিনেশন সেল-এ ন্যাস্ত কারখানাগুলোর ক্যাপ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প”-এর আওতায় ৬০ জন প্রকৌশলী নিয়োগ করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ১ জুলাই, ২০১৮ তারিখ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নব নিযুক্ত প্রকৌশলীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিদর্শক অধিদপ্তরের কার্যক্রম এবং নব নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে ধারণা প্রদান করে। অনুষ্ঠানে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রকল্পের আওতায় প্রকৌশলীগণ পোশাক কারখানায় রিমেডিয়েশন সংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন। প্রকল্পের মেয়াদ এক বছর।