অসহায় শ্রমিক ও তাদের সন্তানদের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।
প্রকাশন তারিখ
: 2020-10-24
আজ ২৪ অক্টোবর ২০২০ তারিখ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার ৪৫ জনকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে ১৪ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অসহায় শ্রমিকদের মাঝে চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষা সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কে, এম, আব্দুস সালাম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক ও তাদের সন্তানদের মাঝে এসব চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক, নেত্রকোণা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম খান, মেয়র নেত্রকোনা পৌরসভা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রাজীব চন্দ্র ঘোষ, উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ মহোদয়, নেত্রকোনা জেলার পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ এবং আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ।