Wellcome to National Portal
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৬

জাতীয় শ্রম পরিদর্শন কৌশল বিষয়ক কর্মশালা


প্রকাশন তারিখ : 2016-09-29

আজ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানীর পুর্বানী হোটেলে অংশীদারদের সহিত জাতীয় শ্রম পরিদর্শন কৌশল বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি এবং সভাপতির আসন অলংকৃত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মিকাইল শিপার। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)।  কর্মশালায় জাতীয় শ্রম পরিদর্শন কৌশলপত্রের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব খোন্দকার মোস্তান হোসেন। এরপর অন্যান্য অথিতি, সভাপতি এবং প্রধান অথিতির বক্তব্যের পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব। এ পর্যায়ে শ্রম আইন বাস্তাবায়নের সাথে সম্পৃক্ত সকলের সুচিন্তিত মতামত গ্রহন করা হয়।